

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুটি ওয়াগান উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, দুপুর পৌনে ১টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টগামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
এর ফলে রহনপুর থেকে আমনুরা হয়ে রাজশাহীগামী একটি কমিনিউটর ট্রেন আটকে পড়ে। ট্রেনটি সাধারনত দুপুর ১টায় রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয় এবং বিকেল সাড়ে ৪টায় রাজশাহী থেকে রহনপুরে ফিরে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান। তিনি বলেন, বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শুরু হয় এবং রাত ৮টা ২০ মিনিটে লাইনচ্যুত ওয়াগান দুটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। এরপর থেকে রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করুন
