

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। ছবি তোলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বিশ্বনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর পথসভা শুরুর কিছুক্ষণ আগেই এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথসভা শুরুর আগমুহূর্তে বিএনপির অফিসের ছবি তোলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয় এবং সেখানে থাকা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্ধারিত স্থানে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিম ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন।
জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী জানান, এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় অভিযোগ দেয়া হবে।
মাওলানা সাদিকুল ইসলাম বলেন, এই আসনে বিএনপির পরাজয়ের আশঙ্কা থেকেই জামায়াত কর্মীদের হুমকি দেয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যদিকে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, দুই দলের অফিস পাশাপাশি।
জামায়াত কর্মীরা আমাদের অফিসের লাইটের ছবি তুলছিল। এ নিয়েই কথা কাটাকাটি হয়েছে। বড় কোনও ঘটনা ঘটেনি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ ও ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।
মন্তব্য করুন
