শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার প্রতীকে আগুন মানে মানুষের কলিজায় আগুন: বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।
expand
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

দাঁড়িপাল্লার প্রতীকে আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া। এই প্রতীক খুলে ফেলা মানে জনসাধারণের অনুভূতিতে সরাসরি আঘাত। দাঁড়িপাল্লা প্রতিকের পোস্টারে আগুন ও খুলে ফেলার ঘটনা উল্লেখ করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্টার হাট কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, যারা অবৈধভাবে বালু মহল দখল করেছে, তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জের জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। কোনো ষড়যন্ত্রই এ জেলার মানুষ মেনে নেবে না। সারাদেশের মানুষ এসব ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনসভায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবদুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফফারী, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X