

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। এতে একাধিক ব্যানার সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না—ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের ভালোবাসা ও আস্থার নাম। এই ভালোবাসা মানুষের অন্তরে গভীরভাবে গেঁথে গেছে। তাই ভাঙচুর করে, পুড়িয়ে দিয়ে সেই ভালোবাসাকে মুছে ফেলা যাবে না। ষড়যন্ত্র করে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে রোধ করা সম্ভব নয়। জনগণ জেগে উঠেছে, আর সেই জাগরণই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নকিব হোসেন তরফদার বলেন, ফেস্টুন পোড়ানোর বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
