শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
প্রতীক প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ
expand
প্রতীক প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় প্রার্থীদের প্রতীক প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। যারা প্রতীক পেয়েছেন তারা হলেন- বিএনপি প্রার্থী মো. শাহজাহান মিঞা ধানের শীষ, জামায়াত প্রার্থী মাওলানা কেরামত আলী দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন লাঙ্গল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ছড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম হাতপাখা ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা মোমবাতি।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের ৫জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়েছে। এরা হলেন- বিএনপির মো. আমিনুল ইসলাম ধানের শীষ, জামায়াতের মু. মিজানুর রহমান দাঁড়িপাল্লা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম কাস্তে, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল হাতপাখা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ৫জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এরা হলেন- বিএনপির মো. হারুনুর রশীদ ধানের শীষ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির ফজলুর ইসলাম খাঁন তারা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম হাতপাখা এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম ট্রাক প্রতীক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X