

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদা না দেয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পিকনিক শেষে ফেরার সময় মাধবদী উপজেলার ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)–এর সদস্যরা পরিবার-পরিজন নিয়ে পিকনিক শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্কের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাদের গাড়িগুলোর কাছে স্থানীয় সন্ত্রাসীরা এসে চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাংবাদিকদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে এবং পরে সংঘবদ্ধভাবে রড, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ এবং ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসীর নেতৃত্বে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা গুলি করার হুমকি দেয়। এমনকি বাসে থাকা শিশু ও নারীসহ পরিবারের সদস্যদের ওপর আগুন দেয়ার চেষ্টা চালানো হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
সাংবাদিকরা অভিযোগ করেন, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হলেও পুলিশের পৌঁছাতে দেরি হওয়ায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মন্তব্য করুন
