

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিধবার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ধানুয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত হেনা বেগমের স্বামী মোগল মিয়া বহু বছর আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি একাই কষ্টের সঙ্গে সংসার চালিয়ে আসছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগী হেনা বেগম জানান, আগুনে তার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং শিবপুর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শিবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, “খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
মন্তব্য করুন
