

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী-০২(পলাশ) আসনের অন্তর্ভুক্ত মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলের সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইনের বক্তব্য চলাকালে বিএনপির কিছু নেতাকর্মী সভাস্থলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। তারা স্টেজের পেছনে গিয়ে গালিগালাজ করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় লোকদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, সভা শেষে ফের তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
হামলায় জড়িতদের তালিকায় রয়েছেন—মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন। এদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।
এদিকে হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে পলাশ উপজেলাসহ বিভিন্ন স্থানে শত-শত জামায়াত কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়দের দাবি, নির্বাচনী মাঠে এমন হামলা উত্তেজনা আরও বাড়াবে, যা ভবিষ্যতে সহিংসতার আশঙ্কা তৈরি করতে পারে।
মন্তব্য করুন
