

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে ১৩ বছরের কিশোর চালক শাহাদত হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আমিরগঞ্জ–বদরপুর সংযোগ ব্রিজের পাশে থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহাদত আদিয়াবাদ ইউনিয়নের ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন মাদ্রাসাছাত্র হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে শখের বশে বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল শাহাদত। পরে বিকেলে ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশের কিছু দূরেই রিকশাটি ফেলে যায় দুর্বৃত্তরা।
তাদের ধারণা—অটোরিকশাটি ছিনতাই করতে গিয়ে বাধা পাওয়ায় ছিনতাইকারীরা শাহাদতকে গলা কেটে হত্যা করে। পরে আতঙ্কে ব্রিজের এক পাশে রিকশা রেখে অন্য পাশে দৌড়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, অটোরিকশা ছিনতাই করতে না পেরে দুর্বৃত্তরা কিশোর চালক শাহাদতকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোর বয়সী অটোরিকশাচালকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
মন্তব্য করুন
