

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আড়াইহাজার উপজেলা প্রশাসনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতার জন্য চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে আড়াইহাজার পৌর বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে।
রবিবার (১৪ ডিসেম্বর) বাজার পরিচালনা কমিটির প্যাডে কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে চাঁদা চাওয়া হয়।
নোটিশে বাজার কমিটি বলে, মহন বিজয় দিবস উপলক্ষে আড়াইহাজার পৌর বাজার কমিটিকে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ব্যাংক, বীমা, এনজিও বিশিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতার জন্য পৌর বাজার পরিচালনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে মোতাবেক প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সর্বনিন্ম ৫০০ টাকা দেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি।
বাজার কমিটির নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চি করে আড়াইহাজার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে বাজার কমিটিকে দায়িত্ব দেয়ার বিষয়টি অস্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান।
তিনি বলেন, “ঘটনাটি আমরা জেনেছি কিন্তু বিজয় দিবস উপলক্ষ্যে অনুদান সংগ্রহ বা অনুষ্ঠান পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সংগঠন বা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে এভাবে অনুদান চাওয়ার বিষয়টি বাজার কমিটির নিজস্ব দায়। সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”
এদিকে উপজেলা প্রশাসনের অনুমোদন ছাড়া সরকারি নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এতে বিভ্রান্তির পাশাপাশি প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে।
এ বিষয়ে আড়াইহাজার পৌর বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
অনুমোদন ছাড়া সরকারি নাম ব্যবহারের বিষয়ে উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে ইউএনও আসাদুর রহমান বলেন, “আমরা বিজয় দিবসের আয়োজন নিয়ে এখন ব্যস্ত। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মন্তব্য করুন
