মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভোটারসহ বেড়েছে কেন্দ্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
নারায়ণগঞ্জ শহর
expand
নারায়ণগঞ্জ শহর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে দেশ জুড়ে। উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে চলছে প্রার্থীদের প্রস্তুতি।

ইতিমধ্যেই বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণ সংহতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্ভব দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। ইতোমধ্যে প্রচার প্রচারণা ও গংসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নারায়ণগঞ্জের ৫ টি আসনে মোট ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন তারা।

নারায়ণগঞ্জে তরুণ ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন ধরনের এক উৎসব, তাদের মধ্যে কেউ এইবার প্রথম ভোট দিবেন৷ আবার কেউ আগের বার ভোটর হলেও এই প্রথম কেন্দ্রে যাবে। অনেক রাজনীতিবীদরাই বলছে ভোটের মাঠ পরিবর্তন আনতে পারে তরুণ ভোটাররা।

নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসনে নতুন সীমানার উপর ভিত্তি করে জাতীয় সংসদ নির্বাচনী ভোটকেন্দ্র ও ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ৫টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জন। এবং খসড়া তালিকায় ভোটকেন্দ্র ৭৯৭ টি (অস্থায়ী ১টি কেন্দ্রসহ) এবং ৪ হাজার ৯৭৯ টি ভোটকক্ষ (অস্থায়ী ১৮২ টি কক্ষসহ) ব্যবহার করবে।

যা গত ২৪ সাল থেকে এবছর ভোটার সাংখ্যা লাখের অধীক বেড়েছে এবং ১৫ টি কেন্দ্রে বৃদ্ধি করা হয়েছে।

নির্বাচন কমিশনের নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ আসনটি রুপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই এলাকায় ১২৯ টি কেন্দ্রের ৭৬৩ টি কক্ষে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৪১৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ১০১, মহিলা ১ লাখ ৯৯ হাজার ৩১২ ও হিজড়া ২ জন।

নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত। এই এলাকায় ১১৮টি কেন্দ্রের ৭০৭টি কক্ষে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ২৪৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৮৪ হাজার ৬৮৩, মহিলা ১ লাখ ৭৪ হাজার ৫৬১ ও হিজড়া ৫ জন।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জের (১ হতে ১০নং ওয়ার্ড) নিয়ে গঠিত। এ এলাকায় ২১০টি কেন্দ্রের ১১২৮টি কক্ষে মোট ভোটার ৫ লক্ষ ৮৬ হাজার ৯৬১ জন। তাদের মধ্যে মধ্যে পুরুষ ২ লক্ষ ৯৮ হাজার ৩০৮, মহিলা ২ লক্ষ ৮৮ হাজার ৬৫১ এবং হিজড়া ২ জন।

নারায়ণগঞ্জ-৪ সদরের ৭টি ইউনিয়ন (আলীরটেক, কুতুবপুর, বক্তাবলী, ফতুল্লা, কাশীপুর, গোগনগর ও এনায়েতনগর) নিয়ে গঠিত। এই এলাকায় ১৭৭টি কেন্দ্রের ১০১৪টি কক্ষে মোট ভোটার ৫ লক্ষ ৩৫ হাজার ৩২৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ লক্ষ ৭০ হাজার ১৭, মহিলা ২ লক্ষ ৬৫ হাজার ৩০৪ জন এবং হিজড়া ৪ জন।

নারায়ণগঞ্জ-৫ বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন (কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় এবং মদনপুর) এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (১৯ হতে ২৭ নম্বর ওয়ার্ড) এবং নাসিক (১১ হতে ১৮ নং ওয়ার্ড) নিয়ে গঠিত। এ এলাকায় ১৬৩টি কেন্দ্রের ৯৩৪টি কক্ষে মোট ভোটার ৪ লক্ষ ৮০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ৪০ হাজার ৮২০ , মহিলা ২ লক্ষ ৩৯ হাজার ৪৫৫ এবং হিজড়া ৭ জন।

উল্লেখ, ২০২৪ সালে জেলায় ৫ টি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন এবং ৫ টি আসনে মোট ৭৮২ টি কেন্দ্রে ও ৪ হাজার ৯৭৯ টি ভোট কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X