মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ২

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নারীসহ দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহরা হলেন, মোটরসাইকেল চালক জুনায়েদ (৪০) ও অজ্ঞাত পথচারী নারী (৩০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিলা হারুন জানান, আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে নারীর অবস্থা বেশি গুরুতর। তার মাথার খুলি ভেঙ্গেছে বলে জানান এই চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার দুইজন আহত হয়েছে। তাদের ঢামেকে পাঠানো হয়েছে। আমাদের সদস্য পাঠানো হয়েছে, পরে বিস্তারিত জানাতে পারবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X