সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
ময়মনসিংহে কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: এনপিবি
expand
ময়মনসিংহে কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: এনপিবি

সরকারি দায়িত্ব পালনকালে সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের আয়োজনে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে খামারবাড়ি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের প্রায় শতাধিক বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশ নেন।

তাঁরা হাতে ব্যানার নিয়ে নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় একজন কর্মকর্তার ওপর এমন ন্যক্কারজনক হামলা শুধু ব্যক্তি নয়, পুরো প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করে।

একজন কর্মকর্তা যখন মাঠ পর্যায়ে কৃষকদের উন্নয়নমূলক পরামর্শ দেন, তখন তাঁকে ভয়ভীতি বা হামলার মুখে পড়তে হবে -এটা কখনোই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

মানববন্ধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ সালমা আক্তার বলেন, দেশের কৃষি উন্নয়ন কার্যক্রমে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

কৃষকদের সহায়তা, পরামর্শ ও সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তাঁরা সব সময় সরাসরি মাঠে কাজ করছেন। অথচ সম্প্রতি বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যা গভীর উদ্বেগের বিষয়।

বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন। তাঁরা জানান, মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা ভীতিহীনভাবে কাজ করতে পারেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সহকর্মীরা জানান, তিনি নিয়মিত সরকারি দায়িত্ব পালনের সময় স্থানীয় একটি মহলের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তার না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো: এনামুল হক, আমরা মাঠে কাজ করি কৃষকের কল্যাণে, কারও সঙ্গে শত্রুতা করতে নয়। একজন সরকারি কর্মকর্তার ওপর হামলা মানে রাষ্ট্রের সেবাকে আঘাত করা। আমরা চাই, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে যেন আর কেউ এমন সাহস না পায়।

এসময় আরও বক্তব্য রাখেন- বিএডিসি ময়মনসিংহের যুগ্ম পরিচালক কৃষিবিদ মো: রিয়াজুল ইসলাম, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো: খায়রুল আমিন, তারাকান্দা উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, গফরগাঁও উপজেলার কৃষি অফিসার শাকুরা নাম্মিসহ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন