মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে ছাত্রশিবিরের সাবেক সভাপতির দুঃখ প্রকাশ ‎

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
মিনহাজুল হক উসমানী
expand
মিনহাজুল হক উসমানী

নান্দাইল উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিনহাজুল হক উসমানী সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া তার এক পোস্টের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

‎শনিবার (০১ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

‎লিখিত ওই ব্যাখ্যায় মিনহাজুল হক উসমানী বলেন, “বাবার ব্যবসা-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ২০২৪ সালে আমি উপজেলা শিবিরের সভাপতি থাকাকালীন সময় থেকেই জামায়াতের মধ্যস্থতায় মীমাংসার প্রক্রিয়া চলছিল।

দীর্ঘদিন ধরে বিষয়টির সমাধান না হওয়ায় সম্প্রতি উপজেলা জামায়াত ও জামায়াত-সমর্থিত এমপি প্রার্থী যৌথভাবে একপাক্ষিকভাবে রায় প্রদান করেন। এতে আমি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আবেগের বশবর্তী হয়ে ছাত্রশিবিরের প্রতি ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করি।”

‎তিনি আরও বলেন, ঘটনার পর আমি উপলব্ধি করি, আমার আবেগঘন ওই পোস্টটি ছিল সম্পূর্ণ অনুপযুক্ত ও দুঃখজনক। ছাত্রশিবিরের মতো আদর্শিক একটি সংগঠনকে ভুলবশত সেই পোস্টে জড়িয়ে ফেলেছি, যার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।

‎উসমানী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, “আমার আবেগপ্রবণ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে দেওয়া ওই পোস্টের জন্য আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই ঘটনাটির সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।”

‎তিনি বলেন, আমি ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল হিসেবে সর্বদা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নীতি বজায় রাখার চেষ্টা করেছি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় আবেগের বশে করা আমার মন্তব্যের কারণে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার দায় আমি ব্যক্তিগতভাবে স্বীকার করছি।

‎সাবেক এই শিবির নেতা ভবিষ্যতে এ ধরনের কোনো বিভ্রান্তিকর মন্তব্য বা পোস্ট না করার অঙ্গীকার ব্যক্ত করে সবার কাছে দোয়া ও সহানুভূতি কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন