শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তাগাছায় সরকারি জমি দখলের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
সরকারি রাস্তা ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোরপূর্বক ঘর ও দোকান
expand
সরকারি রাস্তা ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোরপূর্বক ঘর ও দোকান

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের ঘোড়শাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে সরকারি রাস্তা ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোরপূর্বক ঘর ও দোকান তোলার অভিযোগ উঠেছে কুতুব উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মৃত বেনু শেখের ছেলে।

এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছে, ঘোড়শাইল মৌজার ৫৯২ ও ৫৯৩ দাগভুক্ত সরকারি জমির পাশেই দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন কুতুব উদ্দিন। তিন মাস আগে উপজেলা প্রশাসনের নির্দেশে তার নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ হলেও তিনি আবারও সেখানে নতুন ঘর তোলার চেষ্টা করছেন।

ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন, “আমাদের ব্যক্তিগত জমির সামনেই জোর করে ঘর তুলছেন তিনি, এমনকি নিজেদের জায়গায় ঘর করতে গেলেও বাধা দেন।”

অভিযোগকারীদের দাবি, কুতুব উদ্দিন নকল কাগজপত্র তৈরি, জমি দখল, ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে জড়িত। তার ভয়ে অনেকে মুখ খোলার সাহস পান না, প্রতিবাদ করলেই নানাভাবে হুমকি দেওয়া হয়।

তিন শতাধিক মানুষের স্বাক্ষরিত লিখিত অভিযোগ ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, সরকারি ও ব্যক্তিগত জমি দখলমুক্ত করে এলাকার চলাচলের পথ নিরাপদ ও সুষ্ঠু করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন