শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন জাপার তিন শতাধিক নেতা-কর্মী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
জাপার তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
expand
জাপার তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

ময়মনসিংহের ভালুকা উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে পাইলট স্কুল সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃত জাতীয় পার্টি নেতারা হলেন, জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এবি সিদ্দিক, ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে যোগদান করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা। অনুষ্ঠান শেষে বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ প্রদান করেন।

যোগদানকালে, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X