

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে দুইজন ব্যক্তিকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় এ অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অর্থদন্ডে দন্ডিতরা হলেন-উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ ও তাহের আলীর ছেলে মো. আবুল কালাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন ওই স্থানে অভিযান চালান এবং শাড়ি বিতরণ করে নির্বাচনী আচরণ বিধি লংঘণের দায়ে নিতাই চন্দ্র বর্মণ ও মো. আবুল কালামকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ভঙ্গ করায় অভিযুক্ত দুইজনকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে বলে জানিয়েছেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মন্তব্য করুন
