রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করব: স্বেচ্ছাসেবক লীগ নেতার অঙ্গিকার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
বুধবার (১০ ডিসেম্বর) ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজার হাজী আনোয়ার উদ্দিন তালুকদার ওয়াক্ ফ এষ্টেট আয়োজিত বাটাজোর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
expand
বুধবার (১০ ডিসেম্বর) ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজার হাজী আনোয়ার উদ্দিন তালুকদার ওয়াক্ ফ এষ্টেট আয়োজিত বাটাজোর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার বক্তব্যে বলেছেন, আমি একজন ব্যবসায়ী, আমার একটা পেট আছে, আমার একটা ছেলে আছে।

আমরা সেই ছেলে নিয়ে বাটাজোরের মধ্যে ব্যবসা-বাণিজ্য করব এখন আমাদেরকে এই আশ্বস্ত করবেন।

আমরা সবাই একত্রে হয়ে বাচ্চু ভাইকে সেই ধানের শীষের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। আমরা বাচ্চু ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

বুধবার (১০ ডিসেম্বর) ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজার হাজী আনোয়ার উদ্দিন তালুকদার ওয়াক্ ফ এষ্টেট আয়োজিত বাটাজোর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজার ব্যবসায়ী মো. শামছুল হক।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি মল্লিক মাখন, যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ কারি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X