

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ -২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অদম্য নারী নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান।
অনুষ্ঠানের সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত তার বক্তব্যে নারী জাগরণ, অধিকার রক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা বেগম, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খালেক এবং নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজের প্রভাষক নাজমা বেগম ।
বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে ডিজিটাল যুগে কিশোরী ও নারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সফলতা ও বিশেষ অবদানের জন্য ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের সংগ্রামী জীবনের গল্প অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার মাঝে অনুপ্রেরণা জাগায়।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্কুলপড়ুয়া ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
মন্তব্য করুন
