শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে মহিলা দলের নির্বাচনী সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
টঙ্গীবাড়ীতে মহিলা দলের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা
expand
টঙ্গীবাড়ীতে মহিলা দলের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মহিলা নেত্রী মমতাজ আলোর নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কামারখাড়া গ্রামে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, মোহাম্মদ হোসেন লিখন খান, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিল বেপারী এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহা জালাল চকিদার। এছাড়া স্থানীয় মহিলা নেত্রী রোমানা আক্তার, রুথি আক্তার, মুন্নি আক্তার, পারভিন আক্তার ও জান্নাত বেগম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করতে তৃণমূলের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন