

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জে প্রায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় কোস্ট গার্ড মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাটকা জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য করুন
