

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশব্যাপী প্রচারণা ও বাস্তবায়নের লক্ষ্যে 'গণভোট' নিয়ে জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে।
এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দসহ আপামর সাধারণ জনগণ।
এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। সুপার ভ্যানটি মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলা প্রচারণা চালাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ, সুপার ক্যারাভানটি আগামীকাল ২৯ ডিসেম্বর গজারিয়া, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় এবং সবশেষে ৩০ ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণা কাযর্ক্রম পরিচালনা করবে।
মন্তব্য করুন
