

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোরে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে ধলেশ্বরী নদী পথে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। পূর্ব আকাশে রক্তিম সূর্যের উদয়ে বিজয়ের বার্তা ছড়িয়ে পড়ে জুড়ে দেয় জেলার সর্বত্র—মুক্ত হয় মুন্সীগঞ্জ।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জবাসীর বীরত্ব ও আত্মত্যাগের গৌরবময় দিন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন
