মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে স্বর্ণ ডাকাতি: পুলিশের পোশাক পরে অপহরণ, উদ্ধার ৯৪ ভরি স্বর্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
উদ্ধার করা ৯৪ ভরি স্বর্ণ
expand
উদ্ধার করা ৯৪ ভরি স্বর্ণ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পুলিশ পরিচয়ে ১৪৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় পুলিশ, সাংবাদিক এবং কৃষক লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর বিকেলে দুই স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে যাচ্ছিলেন। পথে গজারিয়া থানার কাছে পুলিশের পোশাকে থাকা পাঁচজনের একটি দল নিজেদের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের নামে মাদক মামলা আছে বলে অপপ্রচার ছড়ায়। সবার সামনেই তাঁদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে বাস থেকে নামিয়ে একটি নোয়া মাইক্রোবাসে তুলে নেয় ডাকাতদল। পরে তাঁদের চোখ বেঁধে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, কিছু নগদ টাকা, দুটি এটিএম কার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেয়। ডাকাতরা পরে দুই ভাইকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় হাত–পা বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর কাফরুল এলাকা থেকে মাইক্রোবাসচালক মো. জাকির হোসেন (৩৮)–কে গ্রেপ্তার করে ডিবি। ওই ভবনের পাঁচতলা থেকে ১০ ভরি ৪ আনা স্বর্ণ ও সাত লাখ টাকা এবং একই ভবনের তিনতলা থেকে ডাকাতদলের আরেক সদস্য মো. আক্তারুজ্জামান মুন্সী (৪৩)–কে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৪৩ ভরি ১ আনা স্বর্ণ, দুইটি হ্যান্ডকাফ, দুইটি ওয়াকিটকি, পুলিশের তিন সেট পোশাক এবং ডাকাতিতে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়।

জাকির ও আক্তারুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলী থানা এলাকা থেকে আরেক সদস্য মো. রমজান (৩৫)–কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ২০ ভরি ৮ আনা স্বর্ণ, স্বর্ণ মাপার স্কেল, মাই টিভির পরিচয়পত্র এবং স্বর্ণ বিক্রির পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করা হয় মো. রমজান আলী (৪০)–কে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ ভরি ৭ আনা স্বর্ণ ও এক লাখ পঞ্চাশ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে রমজান জানায়, ডাকাতিকৃত স্বর্ণের ১৪ ভরি মিরপুর বড়বাগ এলাকার ইসলাম জুয়েলার্সে বিক্রি করা হয়েছে। তার দেখানো মতে ওই প্রতিষ্ঠানের মালিক মো. ইসমাইল হোসেন (৫০)–কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৬ ভরি ১৪ আনা স্বর্ণালংকার।

মোট উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, ১৩ লাখ ৫০ হাজার টাকা, দুই জোড়া হ্যান্ডকাফ, দুইটি ওয়াকিটকি, পুলিশের তিন সেট ইউনিফর্ম এবং সাতটি মোবাইল ফোন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আক্তারুজ্জামান মুন্সী ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাব–ইন্সপেক্টর। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার রমজান আলী মানিকগঞ্জের রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং রমজান শাহ আলী থানার ‘মাই টিভি’ প্রতিনিধি হিসেবে পরিচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X