মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
expand
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মুন্সীগঞ্জের গজারিয়ায় কৃষি জমিতে পানির মটর চালু করতে গিয়ে আফর উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া এলাকার শাহ আলমের কৃষিজমিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফর উদ্দিন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাড়ারামপুর ইউনিয়নের মৃত তসলিম উদ্দিনের ছেলে।

তথ্য সুত্রে জানা যায়, কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে যান আফর উদ্দিন। এ সময় মটরের সুইচ অন করার মুহূর্তে অসাবধানতাবশত বিদ্যুৎতের শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পাশে থাকা সহকর্মী জসিম উদ্দিন ও আশপাশে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় এখনো কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X