শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মা-দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
expand
মা-দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে এক মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন— বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৬০) ও তার দুই মেয়ে ময়না বেগম (৩০) এবং মাহিনুর (২৫)।

মমতা বেগম জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করছিলেন এবং মেয়েদের সেখানেই বিয়ে দেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশে প্রবেশে বাধ্য করে।

পুলিশ সূত্রে জানা যায়, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২ এর ৩-এস পিলার এলাকার ভেতর থেকে তাদের আটক করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তাদের প্রদত্ত ঠিকানা যাচাই করতে বাগেরহাটে পুলিশকে জানানো হয়েছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন