বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সড়ক বন্ধ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকায় মেইন রোড থেকে নূরে মদিনা জামে মসজিদ পর্যন্ত দীর্ঘ পাঁচ যুগ ধরে ব্যবহৃত সংযোগ সড়কটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রোববার (৭ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সেওতা এলাকায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জানান, এই রাস্তাটি মাটি ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে আক্তার গং ও হাসেম গং দের বাড়ির মাঝের অংশে পরিমাপ নিয়ে বিরোধ দেখা দেয়।

ভূমি পরিমাপ শেষে রাস্তার জন্য প্রয়োজনীয় অংশ ছেড়ে দিতে অস্বীকৃতি জানান আক্তার গং। অভিযোগ রয়েছে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গাড়িচালক হিসেবে সরকারি পরিচয় ব্যবহার করে সংস্কারকাজে প্রভাব খাটাচ্ছেন।

এলাকার সাধারণ মানুষ বলেন, এই পথ দিয়ে প্রতিদিন মসজিদের মুসল্লি, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং কৃষকরা যাতায়াত করেন। রাস্তা বন্ধ থাকায় স্কুলে যেতে দেরি হচ্ছে, কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এমনকি মৃত ব্যক্তির খাটিয়াও নিতে পারছেন না তারা।

এই সমস্যার সমাধান করতে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি উন্মুক্ত করা হোক।

মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকায় মেইন রোড থেকে নূরে মদিনা জামে মসজিদ পর্যন্ত দীর্ঘ পাঁচ যুগ ধরে ব্যবহৃত সংযোগ সড়কটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রোববার (৭ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সেওতা এলাকায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জানান, এই রাস্তাটি মাটি ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে আক্তার গং ও হাসেম গং দের বাড়ির মাঝের অংশে পরিমাপ নিয়ে বিরোধ দেখা দেয়।

ভূমি পরিমাপ শেষে রাস্তার জন্য প্রয়োজনীয় অংশ ছেড়ে দিতে অস্বীকৃতি জানান আক্তার গং। অভিযোগ রয়েছে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গাড়িচালক হিসেবে সরকারি পরিচয় ব্যবহার করে সংস্কারকাজে প্রভাব খাটাচ্ছেন।

এলাকার সাধারণ মানুষ বলেন, এই পথ দিয়ে প্রতিদিন মসজিদের মুসল্লি, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং কৃষকরা যাতায়াত করেন। রাস্তা বন্ধ থাকায় স্কুলে যেতে দেরি হচ্ছে, কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এমনকি মৃত ব্যক্তির খাটিয়াও নিতে পারছেন না তারা।

এই সমস্যার সমাধান করতে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি উন্মুক্ত করা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X