

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের কালকিনিতে অপহরণের ১৪ দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
এ সময় ওই অপহরণ মামলার প্রধান আসামি সুব্রত হালদারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার এবং লক্ষণ মধুর ছেলে নয়ন মধু। আজ শুক্রবার দুপুরে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের ১৪ বছরের কিশোরী মেয়েকে গত ২৮ নভেম্বর কালীগঞ্জ বাজার এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় হিন্দু ধর্মের যুবক সুব্রত হালদারসহ তিন যুবক।
এ ঘটনায় কিশোরীর পরিবার বাদী হয়ে কালকিনি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে ঢাকার সাভার থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
এ অভিযানে মামলার মূল আসামি সুব্রত হালদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে আসামিদের মাদারীপুর আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, কিশোরীকে উদ্ধার শেষে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত সুব্রত হালদারসহ তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক হওয়া তিনজনের বাড়ি ডাসারের চলবল গ্রামে।
মন্তব্য করুন
