

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রামের জোংড়া ইউনিয়নের জামায়াতপন্থি শ্রমিক সংগঠনের সহসভাপতির নেতৃত্বে ৪০ জন সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন এ ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ রেলওয়ে স্টেশন রোডের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে উপজেলা সভাপতি সোহরাব আলী বলেন, জোংড়া ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি পরিচয় দিয়ে যাকে বিএনপিতে যোগদানকারী হিসেবে প্রচার করা হচ্ছে-সেই আবুল হোসেন কখনোই সংগঠনের কর্মী ছিলেন না। বরং তিনি জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়াম লীগ সদস্য। তাঁর পরিচয় ব্যবহার করে ৪০ জনকে বিএনপিতে যোগ দেওয়া দেখানো রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে ভুয়া পরিচয় প্রচার করা অসৎ, অনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার কৌশল। যাচাই-বাছাই না করে এমন মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,জেলা সহ-সেক্রেটারি ইউনুস আলী, উপজেলা সেক্রেটারি মাইন উদ্দিন, পৌর সভাপতি হেদায়েতুল ইসলাম বাবুল, জোংড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আবু তালেব ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন
