

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে এক নারীসহ অনৈতিক অবস্থায় ধরা পড়েছেন ইউনিয়ন বিএনপির এক নেতা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চরআফজল এলাকার বাকের সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শনি সারোয়ার দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। সেদিন রাতেও একইভাবে অবস্থান করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাড়ির লোকজনসহ তাকে হাতেনাতে আটক করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো ইউনিয়নে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা বলেন, একজন রাজনৈতিক নেতার এ ধরনের আচরণ অত্যন্ত অনৈতিক ও নিন্দনীয়। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী প্রশাসনকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
