

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব লাচ এলাকার নিউ কলোনী রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর হোসেন পূর্ব লাচ এলাকার মিঝি বাড়ির মোহাম্মদ সোহাগ হোসেন ছেলে। পরিবারের একমাত্র ছেলে ওমর।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর বিকেলে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায় এবং রাস্তায় লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জোবায়ের হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অটোরিকশার চালক আহত শিশুকে হাসপাতালে রেখে গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এদিকে স্থানীয়রা জানান, রায়পুরে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বিপুল পরিমাণ অটোরিকশা বেড়ে গেছে। এসব অটোরিকশার অনেক চালকের নেই সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্স। ফলে প্রায়ই অসচেতন ও বেপরোয়া গতির কারণে পথচারীরা সর্বদা আতঙ্কে থাকে। শিশু থেকে বৃদ্ধ সবার জন্য সড়ক এখন অনিরাপদ হয়ে উঠেছে বলে দাবি তাদের।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি জব্দ করেছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্তের কাজ চলছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
