রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নের দাবিতে রোজা রাখলেন বিএনপি নেতার সমর্থকেরা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
নফল রোজা রেখেছেন হাজারো নেতাকর্মী
expand
নফল রোজা রেখেছেন হাজারো নেতাকর্মী

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রেখেছেন হাজারো নেতাকর্মী।

ভেড়ামারা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে সেহেরি খেয়ে উপজেলার যাত্রী ছাউনি এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। তারা বক্তব্যে বলেন, “মনোনয়ন পুনর্বিবেচনা করে তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে দলীয় মনোনয়নের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমরা এই কর্মসূচি পালন করেছি। শহিদুল ইসলামকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অধ্যাপক শহিদুল ইসলামের হাজার হাজার কর্মী-সমর্থক বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন