

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইমন আলী (২২) নামে এক যুবক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হলে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমন আলী ওই এলাকার হাসেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করেন। তার ছেলে ইমন দুই মাস ধরে তার বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে পরিবারের মধ্যে নিয়মিত অশান্তি সৃষ্টি করত সে। প্রায় এক মাস আগে ইমন মারধর করে তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত ১৮ নভেম্বর বাবা-মা বাড়িতে ফিরে এলে মোটরসাইকেল কেনার চাপ বাড়াতে ইমন বাড়ির উঠানে দুইটি পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, "বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক ইমনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণও করা হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
মন্তব্য করুন