সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের ধান কাটার পর এবার মাড়াই করলেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
ধান কাটার পর এবার মাড়াই করলেন আমির হামজা
expand
ধান কাটার পর এবার মাড়াই করলেন আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার কৃষকের ধান মাড়াই করে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমির হামজা নির্বাচনী প্রচারণায় সদর আসনের বিভিন্ন স্থান চষে বেড়াচ্ছেন। তিনি শুধু ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন না, মন জয়ের জন্য নানা উদ্যোগ গ্রহণ করছেন।

এর আগে, গত ১১ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় গিয়ে এক কৃষকের ধান কেটে দিয়ে ব্যাপক আলোচনায় আসেন ।তবে আজ আবার কৃষকের ধান মাড়াই করে দিলেন তিনি।

জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে নির্বাচনী উঠান বৈঠক করেন তিনি। পরে গণসংযোগ করার সময় এক কৃষকের বাড়ির উঠানে ভোট চাইতে গিয়ে ধান মাড়াই করে দেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, নেতাকর্মীরা এক কৃষকের বাড়ির উঠানে ওপরে দাড়িয়ে আছেন।এসময় আমির হামজা নিজ ইচ্ছেই কৃষকের ধান মাড়াই শুরু করেন।পাশে আরও দুইজন তার সাথে ধান মাড়াইয়ে অংশ নেন।এসময় কয়েকজন ওই মূহুর্তের ভিডিওটি ধারণ করেন। কিছু সময় ধান মাড়াই করে কৃষককের হাতে হাত মিলিয়ে ভোট চেয়ে বিদায় নেন।

এসময় নির্বাচনী প্রচারণায় উপজেলা ও ইউনিয়নের জামায়াত ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন