শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস -এই তিনটি শীর্ষ পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সামগ্রিকভাবে এগিয়ে রয়েছেন।

তবে কয়েকটি বিভাগে ব্যবধান খুব বেশি না হওয়ায় শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে মোড় নেয়, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা বাড়ছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট।

জিএস পদে শিবিরের আরিফ পেয়েছেন ৯০ ভোট, বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ৯৮ ভোট পেয়ে এগিয়ে থাকলেও তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট এবং রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে শিবিরের আরিফ ১২৩ ভোটে এগিয়ে থাকলেও খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট।

তবে এজিএস পদে এখানে ভিন্ন চিত্র দেখা গেছে ছাত্রদলের তানজিল ১২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট।

লোক প্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে থাকলেও শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে শিবিরের আরিফ ১২৩ ভোটে এগিয়ে রয়েছেন, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট।

এজিএস পদে শিবিরের মাসুদ ১৩০ ভোট পেয়ে এগিয়ে, তানজিল পেয়েছেন ১০৬ ভোট।

ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে আরিফ পেয়েছেন ৮৩ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রগুলোর সম্মিলিত ফলাফলে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪২৭ ভোট, আর ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।

জিএস পদে শিবিরের আব্দুল আলিম পেয়েছেন ৩৮৫ ভোট, বিপরীতে খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৪০৫ ভোট, আর ছাত্রদলের তানজিল পেয়েছেন ৩২১ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের পর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X