

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৩(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া সদর আসনের সবচেয়ে একটা বড় দূর্নাম,এই কুষ্টিয়া সদরে সবচেয়ে বেশি হয় যেটা হয় তার নাম চাঁদাবাজি এবং দখলবাজি,দূর্নীতি আর সন্ত্রাস।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,"আমি আপনাদের সন্তান হিসেবে কুষ্টিয়ার মানুষ হিসেবে কথা দিতে পারি, আগামীতে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দিনে ভোটের মাধ্যমে। আমরা চারটা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দিবো ইনশাআল্লাহ।"
আমির হামজা বলেন,"এই কাজে বাধার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করে ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের ৫ তারিখে। এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালার করার জন্য দুর্বিষহ করছেন। আমার বিশ্বাস এ জাতি কোন দুর্বিষহ মেনে নিবে না ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন,"কুষ্টিয়ার মানুষের দাড়ে দাড়ে,বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর আমি এই ছয় সাত মাস একাধারে যাবার পরে যেটা বুঝেছি। মানুষ এখন মুখিয়ে আছে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের কথা দিতে পারি, আগামীতে কুষ্টিয়ার আপামর জনতা বিশেষ করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে যারা বিশেষজ্ঞ। আল্লাহপাক আমাদেরকে কবুল করেন এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেবার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।"
হামজা বলেন,"আমার নিজের পরিকল্পনায় সবচেয়ে বড় বিষয়টি এসেছে বাইরের দেশগুলোতে সফর আমি দেখেছি তার নদী কেন্দ্রীক এলাকায়গুলো। বিশেষ করে শহর যেগুলো নদীর পাশে তারা ওই শহর গুলোকে আল্লাহর নিয়ামতে পরিণত করেছে। আমাদের কুষ্টিয়ার পাশে যেহেতু গড়াই নদী,আমরা চাই রানাখরিয়া থেকে সৈয়দ মাসুদ রুমি ব্রীজ পর্যন্ত এটা বিশাল এলাকাটা। এখানে যদি টু লেন রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায়।আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন পর্যটন এলাকা হিসেবে খ্যাতি পাবে ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন,"আমার পরিকল্পনা আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সেই পরিবেশও আমাদের এ অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি এটা বাস্তবায়ন করতে পারি। কুষ্টিয়ার চিনিকলটা যদি আবার চালু করা যায়,মোহিনী মিল এবং চিনিকলে প্রায় ১১শ বিঘার উপরে জায়গা সরকারের পড়ে আছে। এই জায়গাগুলোতে এই কাজ নাও করা যায়,দেশি-বিদেশি সংস্থা মাধ্যমে এখানে প্রায় ১০ থেকে ১১ হাজার মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব।আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজ করতে চাই।"
মন্তব্য করুন
