

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন। বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় চকরিয়া উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা বমুবিলছড়ি ইউনিয়নে শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই। তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে। আগামীতে দেশে যেন আর কোন দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন ভাবে সংবিধানে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো কে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্র কে পাহারা দিতে পারে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আগামী নির্বাচন হবে বাংলাদেশের উন্নয়নের বাঁক বদলে দেয়ার নির্বাচন, আমাদের আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, এদেশে সবাই সাম্য-মর্যাদা ও সুবিচার চায় সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন।
তিনি বলেন, 'অনেকেই প্রশ্ন করেন আপনারা কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কর্মসূচি কি? আমি জানি না তাদের কর্মসূচি কি, তাদের বক্তব্য বিবৃতিতে দেখা যায় তারা শুধু ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের উছিলায় তারা মানুষের কাছ থেকে ভোট চায়। বাংলাদেশে আমরা যার যে ধর্ম, সে সেই ধর্ম পালন করি স্বাধীনভাবে। যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে। সুতরাং কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সকর ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান।'
এ সময় চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সহসভাপতি আবদুল মতলব চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
