

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৯ জানুয়ারি) আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপির বাংলাবাজার মাঠপাড়া এলাকা থেকে ভারতীয় ৮ বোতল মদ ও ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এছাড়াও একইদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চরচিলমারী ডিগ্রীরচর এলাকা থেকে ভারতীয় ১০০ পিস ইনজেকশন ও ৪৯৮ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার ৭৯০ টাকা।
সেখানে আরও বলা হয়, শুক্রবার (০৯ জানুয়ারি) ১০টা ৩০ মিনিটের সময় ধর্মদাহ মাঠ এলাকা থেকে ভারতীয় ১২ বোতল মদ ও ৫৪০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদক ও অবৈধ মালামালের সর্বমোট মূল্য ৩ লাখ ৭৬ হাজার ৭৯০ টাকা।
এছাড়াও উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে এবং ভারতীয় পাতার বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযা
মন্তব্য করুন
