বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি
expand
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি

কুষ্টিয়ায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ০৯ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দুপুর ১টার সময় কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকা থেকে হাবিরদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, ওই দিন আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া এলাকা থেকে সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ৭০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি আটক করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ এলাকা থেকে হাবিলদার মোঃ আলহাজ্ব দলিল উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করেছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা।

এছাড়াও একই দিনে আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীর চর মাঠপাড়া এলাকা থেকে নায়েক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইএসকেইউএই নামে ১৭৭ বোতল সিরাপ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়,আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য ৮ লাখ ৯ হাজার ৩০০ টাকা। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X