

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৃদ্ধ মা-বাবা কে নির্যাতন করার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বসত বাড়ি থেকে তাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল । এরই জেরে প্রায়ই তারা মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত ২ নভেম্বর নাতনির সাথে কথা বলাকে কেন্দ্র করে মা মনোয়ারা বেগম ও বাবা আব্দুল বারীকে বেধরক মারপিট করে তাদের দুই ছেলে। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায় এবং উভয়ের শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম হয়। পরে গত শনিবার মা মনোয়ার বেগম (৫০) বাদী হয়ে তার দুই ছেলে মাসুদ রানা ও কুদরত-ই-হৃদয় এবং পুত্রবধূ সিমু আক্তারকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেক গ্রেফতার করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, মা-বাবা কে মারপিটের মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদেক কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন