রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে জীবিত উদ্ধার
expand
হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে জীবিত উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)।তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষ জানায়, চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে।

তবে আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তে গিয়ে থেমে যায়। এতে কেউ আহত হননি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা লিফটে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করেন।

হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার বেশি মানুষ ওঠার কারণেই লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে।

আটকে পড়া সবাই সুস্থ আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সঙ্গে দেয়াল ভেঙে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X