

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থনে অনুষ্ঠিত হয়েছে রিকশা শোডাউন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়।
রিকশা প্রতীকযুক্ত ব্যানার–ফেস্টুন, স্লোগান ও ঢোলের শব্দে উৎসবমুখর পরিবেশে শোডাউনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোলাকিয়া থেকে শুরু করে পুরান থানা, গৌরাঙ্গ বাজার, গাইটাল বাসস্ট্যান্ড রোড, বড়পুল, রশিদাবাদ, সগড়া, পুরাতন জেলখানা মোড়, আখড়া বাজার, রথখোলা, জাহাঙ্গীর মোড়, বত্রিশ, তারাপাশা ও স্টেশন রোড হয়ে পুনরায় শোলাকিয়া ময়দানে এসে শোডাউনটি শেষ হয়।
এসময় পাঁচ শতাধিক রিকশা ও বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো শহর উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে শোডাউনটি ধীরে ধীরে জনশ্রুতে রূপ নেয়। পথজুড়ে দাঁড়িয়ে থাকা জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, আর দুই পাশের জনগণও স্লোগানে সাড়া দেন।
আয়োজকদের দাবি, এ শোডাউন খেলাফত মজলিসের প্রতি জনসমর্থনের শক্তিশালী বহিঃপ্রকাশ। তারা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীকে বিজয়ী করার লক্ষ্যে এই শোডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
