মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম চালকের মৃত্যু, আহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
ভৈরব থানা
expand
ভৈরব থানা

কিশোরগঞ্জের ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন আল আমিন (২৬) নামে এক টমটম চালক। এ সময় টমটমে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।

নিহত আল আমিন কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ডেকোরেশনের মালামাল বোঝাই একটি টমটম বাঁশগাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ করে একটি কুকুর গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং টমটমটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক আল আমিন গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। টমটমে থাকা ডেকোরেশন কর্মীরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও তারা আহত হন।

নিহতের চাচাতো ভাই তামিম মিয়া বলেন, দুইদিন আগে কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল আল আমিন। আজ বাড়ি ফেরার কথা ছিল—কিন্তু ফিরল লাশ হয়ে। সংসারে তারা দুই ভাই এক বোন, পুরো পরিবারটাই তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিল। তাকে হারিয়ে পরিবারটি কষ্টে পড়বে।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি খাদে পড়ে চালক নিহত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X