মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি পুলিশ, কাউকে মারলেও বিচার নাই’

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অভিযুক্ত পুলিশের এএসআই আরিফুল ইসলাম
expand
অভিযুক্ত পুলিশের এএসআই আরিফুল ইসলাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুটিতে বাড়ি এসে এক যুবকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পুলিশের এএসআই আরিফুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর আহত মোফাজ্জল হোসেন বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রবিবার গভীর রাতে উপজেলার ঘাগড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহতের পরিবারের বরাতে জানা গেছে, রাত প্রায় ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে এএসআই আরিফুল ইসলাম তার চাচাতো ভাই মোফাজ্জলের ওপর চড়াও হন।

অভিযোগ রয়েছে—তিনি প্রথমে মারধর এবং কামড়ে আহত করেন মোফাজ্জলকে। পরে প্রবাসে যাওয়ার জন্য জমা রাখা প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগী।

অভিযুক্ত এএসআই আরিফুল ইসলাম মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিনের বড় ছেলে এবং বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশে কর্মরত।

আহত মোফাজ্জল হাসপাতালে শুয়ে থেকে অভিযোগ করেন, চাকরিতে ঢোকার পর থেকেই আরিফ এলাকায় আধিপত্য দেখায়। আমাকে মারার সময় সে বলে— ‘আমি পুলিশ, কাউকে মারলেও আমাদের বিচার নাই।’ আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।

মোফাজ্জলের বড় বোন এবং মামলার বাদী সালমা আক্তার বলেন, যারা আমাদের নিরাপত্তা দেবে, তাদের হাতেই যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে বিচার চাইবো কোথায়? অভিযোগ করেছি, কিন্তু আমরা শঙ্কায় আছি—তার বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেবে কি না।

অভিযুক্ত এএসআই আরিফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। বিষয়টি পারিবারিকভাবে সমাধান হবে। এরপর তিনি ফোন কেটে দেন।

এদিকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X