শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মূহুর্তে কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট, কেজি কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১:১৭ পিএম
শেষ মূহুর্তে কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট
expand
শেষ মূহুর্তে কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর ঠিক আগে খুলনায় ইলিশ কেনাবেচায় জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে দাম বেড়েছে হু হু করে। একদিনের ব্যবধানে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত।

শুক্রবার (৩ অক্টোবর) রাত পর্যন্ত রূপসা পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে কম দামের আশায় এলেও হতাশ হয়ে ফিরেছেন, আবার কেউ কেউ বেশি দাম দিয়েই কিনেছেন ইলিশ।

বাজার ঘুরে জানা গেছে, এক কেজি ওজনের ইলিশ বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ২ হাজার ৪০০ টাকায়, কিন্তু শুক্রবার রাতে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে, যা একদিন আগেও ছিল ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। ৫০০ গ্রামের ইলিশের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এছাড়া ২৫০ গ্রামের জাটকা বিক্রি হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।

বেচাকেনার উচ্ছ্বাস নিয়ে আড়ৎদার মুসা হাওলাদার বলেন, “এ বছরের মধ্যে আজই সর্বোচ্চ ইলিশ বিক্রি করেছি। প্রায় চার মণ ইলিশ বিক্রি হয়েছে আমার আড়ৎ থেকে। দাম বেশি নিতে হয়েছে, কারণ চাহিদার তুলনায় সরবরাহ কম।”

রূপসা আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু হাওলাদার জানান, “শুক্রবার রাতেই প্রায় ৩ কোটি টাকার মতো ইলিশ বিক্রি হবে বলে আশা করছি।”

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার রাত ১২টা থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন