রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে অভয়নগর-মনিরামপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
অভয়নগর-মনিরামপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
expand
অভয়নগর-মনিরামপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে শনিবার বিকেলে যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার, যশোর।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর ভৌত অবকাঠামো, কেন্দ্রের অবস্থান, প্রবেশ ও বের হওয়ার পথ, আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো খতিয়ে দেখেন। একই সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ মোতায়েন পরিকল্পনা, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আগাম সতর্কতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভোটকেন্দ্র এলাকায় সন্দেহজনক তৎপরতার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর; জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল), যশোর; জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল), যশোর। এছাড়া অভয়নগর ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিনগুলোতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। নিয়মিত টহলের পাশাপাশি মোবাইল টিম ও দ্রুত প্রতিক্রিয়া ইউনিট প্রস্তুত রাখা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X