সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় ককটেল বোমার মজুদ,  গ্রেফতার ১

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
জামাল সরদার (৫০)
expand
জামাল সরদার (৫০)

যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর এলাকায় নাশকতার প্রস্তুতিকালে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ককটেল বোমা, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, ২৮ ডিসেম্বর রোববার গভীর রাতে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ জামাল সরদারকে হাত বোমা সদৃশ ককটেলসহ বিস্ফোরক দ্রব্যাদি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিজ বাড়িতে সংরক্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামাল সরদারের বিরুদ্ধে আগে থেকেই একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X