সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে টোকাই সন্ত্রাসের তাণ্ডব

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
যশোরে দুই যুবককে ছুরিকাঘাত
expand
যশোরে দুই যুবককে ছুরিকাঘাত

যশোরে কথিত ‘টোকাই সন্ত্রাসীদের’ মাসোহারা দিতে অস্বীকৃতি জানানোয় ইজিবাইকচালকসহ দুই যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কোতোয়ালি থানাধীন ধর্মতলা কদমতলা মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

আহতরা হলেন ধর্মতলা হঠাৎপাড়া এলাকার শাহআলমের ছেলে ইজিবাইকচালক সাজু আহমেদ (২৩) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে সুমন হোসেন (৩৫)। প্রথমে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠান।

আহত সাজুর মা শাহানারা বেগম জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ইজিবাইকচালকদের কাছ থেকে মাসোহারা আদায় করে আসছে। সাজু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় রোববার ইজিবাইক নিয়ে বের হলে হাসানসহ ৩–৪ জন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে বন্ধু সুমনও হামলার শিকার হন।

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ বলেন, সাজু ও সুমনের পেট, বুক ও নিতম্বে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও জটিল আঘাতের কারণে দুজনকেই ঢাকায় রেফার করা হয়েছে।

আহত সাজুর ভগ্নিপতি বাবলু হোসেন বলেন, হাসান এলাকায় ‘টোকাই সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। অধিকাংশ ইজিবাইকচালক ভয়ে তাকে নিয়মিত টাকা দেয়। সাজু টাকা না দেওয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X