মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ যুবক আটক
expand
যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ যুবক আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ। বুধবার সন্ধ্যায় তৃতীয় তলার করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকা ওই ব্যক্তি—খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত সবুর মুন্সির ছেলে রাসেল মুন্সি (৪০)।

তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে যান। সেখানে তার শপিং ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক এবং তিনটি সেলাই রেঞ্জ।

ঘটনার পরপরই বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয় এবং তাকে থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, তিনি কেন এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালের ভেতরে ঘুরছিলেন, তার উদ্দেশ্য কী ছিল, কোনো নাশকতা বা অপরাধ পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কিনা—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X