মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
যশোরে ভ্যাট দিবস
expand
যশোরে ভ্যাট দিবস

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর-এর উদ্যোগে ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বুধবার কমিশনারেট প্রাঙ্গণে এক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল, যশোর-এর কমিশনার মোঃ মাসুদ রানা; কাস্টমস হাউস, বেনাপোল-এর কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মিজানুর রহমান খান। অনুষ্ঠানে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন কাস্টমস হাউস, বেনাপোল-এর অতিরিক্ত কমিশনার মোঃ মুশফিকুর রহমান এবং কী-নোট উপস্থাপন করেন যুগ্ম-কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর-এর কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনবান্ধব ও আধুনিক করতে সরকার দীর্ঘদিন ধরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে আসছে। তিনি জানান, অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান, অটোমেশন ঘাটতি, রেয়াত-শৃঙ্খলের অসঙ্গতি, অতিরিক্ত অব্যাহতি, ম্যানুয়াল অডিট এবং ই-কমার্স খাত থেকে ভ্যাট আহরণে সীমাবদ্ধতা থাকলেও যশোরে ভ্যাট আদায়ে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা এবং কর্মকর্তাদের আন্তরিকতাকে তিনি এ অগ্রগতির মূল ভরসা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভ্যাট রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন দাখিল, ই-রিফান্ড, ই-অডিট, ই-পেমেন্ট, ইএফডি ও স্মার্ট চালানসহ ডিজিটাল ভ্যাট ব্যবস্থার সুবিধা গ্রহণ করলে রাজস্ব ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় রাজস্বের বড় অংশই আসে ভ্যাট থেকে এবং ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের অর্থনৈতিক শক্তির সূচক। তিনি করদাতাদের সঠিক সময়ে ভ্যাট প্রদানের অনুরোধ জানিয়ে বলেন—বাংলাদেশের প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথে ভ্যাটই প্রধান চালিকাশক্তি।

সেমিনারে বিশেষ অতিথিগণও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের অবদান তুলে ধরে করদাতাদের সহযোগিতার আহ্বান জানান। এবারের প্রতিপাদ্য ‘সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব’—এর আলোকে দেশব্যাপী সচেতনতা তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়।

এ উপলক্ষে ভ্যাট সপ্তাহজুড়ে টিভিসি, বিশেষ প্রচারণা ও স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। কমিশনারেটের বিশ্বাস, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X